শংকরকাটি বিদ্যালয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ সভাপতির বিরুদ্ধে
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কমিটির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের মাঠে দাড়িয়ে থাকা একটি মাঝারী শীলকড়াই গাছ কর্তন করা হয়েছে।গাছটির ছায়ায় শিক্ষার্থীরা খেলার সুবাদে বিশ্রাম নিত, অনেক ছাত্র ছাত্রীরা গাছটি কর্তন করতে নিষেধ করতে সাহস পায়নি প্রধান শিক্ষকের মারের ভয়ে।নীরবে দুঃখে তাদের মন কাঁদে।
এলাকাবাসী জানায়, একজন স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক কিভাবে সরকারি সম্পদ বিক্রয় করে অর্থ নিজের পকেটে রাখে? প্রায় ত্রিশ বৎসর বয়সী শীলকড়াই গাছটির বেড় ৭ ফুটের অধিক ছিল বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। গত বুধবার গাছটি কর্তন করে কাঠ ব্যবসায়ী আবু মুছা।বৃহস্পতিবার কর্তনকৃত গাছ আবু মুছা ২০হাজার টাকার বিনিময়ে নিয়ে যান,তবে টাকার অংক গোপন রেখে সভাপতি ৫ হাজার প্রধান শিক্ষক ১০ হাজার টাকা গোপনে পকেটস্থ করার গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আ: রউফ জানান, তিনি গাছ বিক্রয় করেন নি।অথচ কর্তনকৃত মুল্যবান গাছটি প্রকাশ্য দিবালোকে হাওয়া হয়ে গেল কিভাবে এমন প্রশ্ন সকলের।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭০০৮৩৭১৬১)বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।