বুধহাটায় মাংস ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের প্রতিকারে সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মাংস ব্যবসায়ী জিয়ারুল ইসলামকে বেদম মারপিট করে টাকা ছিনতাইয়ের প্রতিকার প্রার্থনা করে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এব্যাপারে ৫ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার কুল্যা গ্রামের মৃত শেখ সামছুর রহমানের পুত্র মাংস ব্যবসায়ী জিয়ারুল ইসলাম লিখিত বক্তব্য ও থানায় দায়েরকৃত অভিযোগ উপস্থাপন করে জানান, বিবাদী বুধহাটা গ্রামের মইনুর কিছুদিন পূর্ব হতে তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেনা বলে চাপ প্রয়োগ করা হচ্ছিল। চাঁদা দিতে রাজী না হওয়ায় সে ও একই গ্রামের হাতেম, এজদান, তুহিন ও রুবেল তার গতিবিধি লক্ষ্য করে আসছিল। গত ১১ জুলাই বেলা ১২.৩০ টার দিকে জিয়ারুল মাংস বিক্রি শেষে ৫২,৫০০ টাকা কাছে নিয়ে বুধহাটা ইউনিয়ন পরিষদের পাশে এক পাওনাদারের বাড়িতে পাওনা টাকা আদায় করতে গিয়েছিল। টাকা নিয়ে রাস্তার ওঠার সাথে সাথে তারা তাকে ধরে ইউনিয়ন ভূমি অফিসের পাশে বাগানে নিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। একপর্যায়ে তার পকেট থেকে ৫২,৫০০ টাকা ছিনিয়ে নেয়। ডাক চিৎকার করলে চাকু উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনা কাউকে না জানাতে হুমকি দেওয়া হয়। জানালে মিথ্যা নারী ধর্ষণ মামলায় জড়িয়ে শায়েস্তা করাসহ জীবন নাশের হুমকি প্রদর্শন করা হয় বলে জিয়ারুল অভিযোগ করেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।