দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি ৪ উইকেট
জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ক্রেইগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা ২৯৫ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজই দারুণ বল করে ৩ উইকেট নিয়েছেন।
টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এদিন টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুর দিকেই ডেভন স্মিথকে মাত্র ২ রানে ফিরিয়ে মিরাজ ভালো কিছুর ইঙ্গিত দেন। এরপর কাইরেন পাওয়েলকেও ২৯ রানে সাজঘরে ফেরান মিরাজ। শাহি হোপকে ২৯ রানে বিদায় করেন তাইজুল ইসলাম।
কিন্তু একপাশ আগলে রেখে দুর্দান্ত ব্যাট করে যান ব্র্যাথওয়েট। ২৭৯ বলে ৯টি চারের সাহায্যে ১১০ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাকে ফেরান সেই মিরাজ। ৯৮ বলে ৮৪ করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। আর তাকে সঙ্গ দিয়ে ১৬ রানে মাঠ ছাড়েন রোস্টন চেজ। মিরাজ ২৭ ওভারে ৯০ রানে ৩টি উইকেট নেন।
Please follow and like us: