কালিগঞ্জের খেজুরতলা ব্রিজে সাবধানতার জন্য টানানো হয়েছে লাল পতাকা
কালিগঞ্জ টু- বাঁশতলা সড়কের খেজুর তোলা নামক স্থানে মিনি ব্রিজ টি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কালিগঞ্জ থেকে বাঁশতলা যাওয়ার সড়কটি বিভিন্ন স্থানে ইট খোয়া, পিচ উঠে গিয়ে বড় বড় খাদের সৃষ্টি হওয়ায় যানবহন সহ সধারণ মানুষ যাতায়তে ভোগান্তির শিকার হচ্ছে। এক প্রকার এই রাস্তা দিয়ে ট্রাক, মাইক্রোবাস সহ অন্যান্য ভারী যানবহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। সম্প্রতি খেজুরতলা মৎস্য সেটের পাশে মিনি কালভোট/ব্রিজটির মাছখানে বড় গর্ত ও ফাটল দেখা দেওয়ায় স্থানীয় জনসাধারণ লাল পতাকা টানিয়ে সাবধানতা অবলম্বন করছে।
স্থানীয় ব্যবসায়ীরা আরাফাত হোসেন বলেন, খেজুরতলা এই ব্রিজটির উপর দিয়ে প্রায় ৪ টি উপজেলার মানুষ যাতায়াত করে । এছাড়া স্থানীয় খেজুর তলায় মৎস্য সেটের কারনে দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা ভোরবেলা থেকে এই ব্রিজের উপর দিয়ে যাতওয়াত করেন। খেজুরতলার এই ব্রিজটি ভেঙে গিয়ে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার বলেন, আমি উপজেলা মাসিক মিটিং এ ব্রীজটি সংস্কারের জন্য একাধিকবার বলেছি। জাইকা সম্প্রতি ব্রীজটি সংস্কারের জন্য মেপে গেছে। আশা করছি খুব শীঘ্রই ব্রীজটি সহ রাস্তাটি সংস্কার করা হবে।