কাকে ‘সো সুইট’ বললেন শাহরুখ!
নিজে এত দিন ভক্তদের কাছে শুনে এসেছেন ‘হাও সুইট’! এবার বলিউডের বেতাজ বাদশার তা ফিরিয়ে দেয়ার পালা। টুইটারে এক জনকে উদ্দেশ্য করে শাহরুখ লিখলেন, ‘সো সুইট!’ কিন্তু কাকে? আর হঠাৎ এত সুইট হওয়ার মতোই বা কী ঘটলো?
ঈদের দিন কয়েক আগেই টুক করে বন্ধু সালমানের কোলে উঠে পড়েছিলেন শাহরুখ। হেঁয়ালি নয়, ‘জিরো’ ছবিতে এমন দৃশ্যই দেখা যাবে। টিজারে ভক্তকূলকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন, এবার অন্যরকমই কিছু নিয়ে আসছেন শাহরুখ।
‘জিরো’ ছবিটির একটি থ্রিডি অ্যানিমেটেড টিজার বানিয়েছেন শাহরুখের এক ভক্ত। আর সোজা শাহরুখকে ট্যাগ করে টুইটারেও পোস্ট করে দিয়েছেন সেই ভিডিওটি।
টিজারে শুধু শাহরুখ নয়, সালমনাকেও রেখেছেন কিং খানের সেই ভক্ত রাহুল। ভক্তের এমন উপহারে পুরোপুরি মজে গিয়েছেন কিং খান। ধন্যবাদ তো জানিয়েইছেন সেই সঙ্গে লিখেছেন ‘সো সুইট’।
‘জিরো’ নিয়ো শাহরুখের ভক্তদের উন্মাদনা তুঙ্গে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং অনুশকা শর্মা। সালমান খানকে যদিও একটি ক্যামিও চরিত্রেই দেখা যাবে। চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা এই ছবির।