কলারোয়ায় এক গৃহবধূর মৃত্যু
কলারোয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেশমা বেগম (২৫) নামে ওই গৃহবধূ কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং সাতক্ষীরা সদর থানার বকচরা এলাকার তৈয়ব আলীর কন্যা।
বৃহস্পতিবার রাত দশটার দিকে পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।
নিহত রেশমার পিতা তৈয়ব আলী জানান, ৩-৪ মাস পূর্বে জাহাঙ্গীরের সাথে রেশমার বিয়ে হয়। তিনি বলেন, গত সপ্তাহে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে এসেছে সংসারের জিনিষ পাত্র কিনবে বলে। বৃহস্পতিবার রাতে তারা রেশমার মৃত্যুর খবর পান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ জানান, পুলিশ হাসপাতাল সূত্রে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান থানার ওসি বিপ্লব দেবনাথ।