কলারোয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভী, ডাক্তার মেহেরুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অসিত কুমার স্বর্ণকার, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, মেডিকেল টেকনিশিয়ান ইপিআই নাজমুল হাসান, উপজেলা পঃকঃ পরিদর্শিকা তাসলিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মাদ, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিষুষ কুমার ঘোষ, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।
সভায় জানানো হয়, আগামি ১৪ জুলাই কলারোয়ায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রতি শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতি শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছাসেবক ও সুপারভাইজর এ কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।