সুন্দরবনে চোরাই কাঠ জব্দ
আংটিহারা কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনে কর্তন নিষিদ্ধ মূল্যবান চোরাই সুন্দরী কাঠ জব্দ করেছেন। আজ রাত ২টার দিকে সুন্দরবন সংলগ্ন আংটিহারা ব্রীজের নিচ থেকে কাঠ জব্দ করার সময় পাচারকারীরা পালিয়ে যায়।
আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার মোঃ রুহুল আমিন জানান, সুন্দরবন থেকে কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২০ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করে খাসিটানা বন অফিসে হস্তান্তর করা হয়েছে। কাঠ পাচারকারীদের ধরার অব্যহত আছে তিনি জানান।
Please follow and like us: