পশ্চিম সুন্দরবনে কোষ্ট গার্ডের সাথে বনদস্যু জাকির বাহিনীর বন্দুক যুদ্ধ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রাজাখালীর ডাঙ্গা নামক স্থানে গত বুধবার দিবাগত রাত্র আনুমানিক ২টায় কোস্টগার্ড ও বর্তমান সময়ের পশ্চিম সুন্দরবনের জেলেদের ত্রাস বনদস্যু জাকির বাহিনীর সাথে বন্দুক যুদ্ধ হয়েছে। কোস্টগার্ড সুত্রে জানা যায়, কৈখালী কোষ্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবনের রাজাখালীর ডাঙ্গা নামক স্থানে বনদস্যু জাকির বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। কোষ্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে জাকির বাহিনী কোষ্ট গার্ডকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কৈখালী কোস্টগার্ড সিসি (মেডিকেল) আমির হোসেন জানান, এ সময় কয়েক দফায় কোষ্ট গার্ডের সাথে জাকির বাহিনীর গুলি বিনিময় হয়। এক পর্যায়ে জাকির বাহিনী গভীর সুন্দরবনের দিকে পালিয়ে যায় বলে জানা গেছে। জাকির বাহিনীর কাছে জিম্মী থাকা ০৮ জন জেলে, তাদের ব্যবহৃত ০২ টি ট্রলার, ০২ টি অস্ত্র, ০১ টি নৌকা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির টুআইসি মোঃ নূর মোহাম্মাদের নেতৃত্বে একটি টিম অভিযান স্থানে হাজির হয়। ধারনা করা হচ্ছে কোষ্ট গার্ডের এ অভিযানে জাকির বাহিনী গড ফাদার উপজেলার টেংরাখালী গ্রামের মজিদ ভাঙ্গীর ছেলে জাকির সহ বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে। নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, সুন্দরবনের রাজাখালীর ডাঙ্গা এলাকা কোস্টগার্ড ঘিরে রেখেছে। অভিযানের সময় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ০৮ন ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু নের্তৃত্বে জাকির বাহিনীর হাতে নির্যাতিত শতাধিক বনজীবি কোস্টগার্ডকে সরজমিনে সহায়তা প্রদান করছে। শেষ খরব পাওয়া পর্যন্ত কোষ্টগার্ডের অভিজান অব্যহত ছিল।