কলারোয়ায় দুপ্রক সম্পাদকের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজবুর রহমানের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সৌজন্য মতবিনিময় করেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে সমাজের সর্বস্তরে দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেয়ার বিষয়ে সকলেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া জনদুর্ভোগ হয় এমন কোনো সমস্যা দেখা দিলে তা নিরসনে দুপ্রক সবসময় ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট থাকবে বলে উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া সম্পাদক আকবর আলি, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, মাস্টার সাইফুল ইসলাম প্রমুখ।