কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বুধবার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। বর্তমান সরকারের অর্জন, সাফল্য ও উন্নয়নের বিষয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আলহাজ্ব নজরুল ইসলাম সম্প্রতি ইংল্যান্ড ও ভারতে সরকারি সফরের অভিজ্ঞতার বিষয়টিও সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, দেশ আজ সকল দিক থেকে উন্নয়ন লাভ করছে। মানুষের জীবনমান উন্নত হয়েছে। কাজের ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। সবমিলিয়ে বাংলাদেশ এখন চলমান উন্নয়নের এক রোল মডেল। উন্নয়ন-অগ্রগতির এ ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। বাস্তবায়ন করতে হবে ভিশন-২০২১। অনানুষ্ঠানিক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া সম্পাদক আকবর আলি, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, মাস্টার সাইফুল ইসলাম প্রমুখ।