কলারোয়া জয়নগর ইউনিয়ন পরিষদের শালিসে সন্ত্রাসী হামলা আহত-৮
কলারোয়ায় ইউনিয়ন পরিষদের শালিস চলাকালে সন্ত্রাসী হামলায় ৩কৃষক সহ ৭/৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে। এঘটনায় কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার বিবরণে ও আহত কৃষক আলাউদ্দিন জানান- উপজেলার গাজনা, বসন্তপুর ও মানিকনগর গ্রামের সোনাতলা বিলের ৫শ বিঘা ধান চাষকৃত জমি অবৈধ ভাবে জোর পূর্বক দখল করে নিয়ে মাছের ঘের করে একই ইউনিয়নের ইমাদুল হক। এর মধ্যে সে কৌশলে ২শ’৫০জন কৃষকের মধ্যে থেকে ৪৫জন কৃষক কে ডেকে নিয়ে ১৫০টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। তাদের বলা হয় বিঘা প্রতি ১হাজার টাকা হারে প্রতি বছর দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কাউকে সে টাকা দেয় নাই। ২০১৫ সালে সে স্ট্যাম্প করে নেয় ৩ বছরের জন্য। এই স্ট্যাম্প ২০১৮ সালের ১লা জুন মেয়াদ শেষ হয়। সে ওই ঘের করায় ২হাজার বিঘা জমির ফসল নষ্ট করে দেয়। এছাড়া ক্ষেত্রপাড়া বিল ও গাজনা সোনাতলা বিলের ব্রিজের মুখ মাটি দিয়ে বেঁধে রাখায় চাষকৃত জমির ফসল, মসজিদ, কবরস্থান, স্কুল পানির নিচে ডুবে যায়। যে কারণে সকল জমির মালিকগন তাদের জমি ফেরত পাওয়ার জন্য এবং ক্ষেত্রপাড়া বিল ও গাজনা সোনাতলা বিলের ব্রিজের মুখ মাটি সরিয়ে ফেলার জন্য উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের কাছে অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা মৎস্য অফিসার বজলুর রহমান সরদারকে দায়িত্ব প্রদান করেন। তিনি বিষয়টি দীর্ঘ দিন তদন্ত শেষে ১ এপ্রিল ১৮ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর পরে জয়নগর ইউপি চেয়ারম্যান ও নায়েবকে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বলা হয়। এনিয়ে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, মৎস্য চাষি ইমাদুল হক ও জমির মালিকদের ইউনিয়ন পরিষদে ডাকেন। সে অনুযায়ী উভয় পক্ষ ইউনিয়ন পরিষদের আসেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উভয় পক্ষের কাছে শোনা বোঝা করেন। এক পর্যায়ে ইমাদুল হক সন্ত্রাসী কায়দায় ওই জমিতে কাউকে ধান চাষ করতে দেবেন না বলে হুমকি দেয়। এতে জমির মালিক আলাউদ্দিন প্রতিবাদ করাতে সে ক্ষিপ্ত হয়ে তাকে ইউনিয়ন পরিষদ থেকে ধরে নিয়ে বাহিরে নিয়ে এলোপাতাড়ী ভাবে কিল চড় লাথি মারতে থাকে। এক পর্যায়ে বাধা দিতে আসা কৃষক মুনসুর আলী (৪০) শাহাবুদ্দিন বিশ্বাস (৪৫) সহ ৭/৮জন আহত হয়। এর মধ্যে গুরুত্ব আহত অবস্থায় আলাউদ্দিনকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- শালিসের মধ্যে থেকে ধরে নিয়ে কৃষকদের পিটানো ঠিক হয়নি। তিনি এঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরো জানান-উপজেলা নির্বাহী অফিসারকে এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকগণ অবগতি করেছেন। এদিকে শালিস চলাকালে সন্ত্রাসী হামলায় কৃষকগণ আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন জয়নগর ইউনিয়নের কৃষকরা।