কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালি ও আলোচনা সভা
সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেলালকাতা এফপিএফ নূর মোহাম্মদ, সোনাবাড়িয়া এফডব্লিউএ নাসরিন নাহার, সোনাবাড়িয়া এফডব্লিউভি তাসলিমা আকতার, হেলাতলা এফপিআই জুলকার নাঈম, পিযুষ কুমার ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী হুমায়ুন কবির।