আশাশুনিতে চোরাই মহিষ আটক
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৮টি চোরাই মহিষ আটক করেছে। বুধবার সকালে কুল্যার মোড় থেকে মহিষগুলো আটক করা হয়।
কয়রা উপজেলার হরিনগর গ্রামের নওশের আলি গাজীর পুত্র অহেদুল ইসলাম ও তার সহযোগী আরও ৪/৫ জন ৮টি মহিষ চুরি করে কয়রা উপজেলা চাদআলী এলাকা থেকে একটি পিকআপে উঠিয়ে বুধহাটায় আনতেছিল। পিক-আপটি কুল্যার মোড়ে পৌছলে এএসআই তরুণ কুমার পিকআপটি আটক করেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ অহেদুল ইসলামকে আটক করে। আটককৃত মহিষ ও পিক-আপ চালক তালা উপজেলার ভায়রা গ্রামের আবুল হোসেন বিশ্বাসের ছেলে আবজাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
Please follow and like us: