শ্যামনগর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে বীরমুক্তিযোদ্ধা আমির হামজা দাফন সম্পন্ন
শ্যামনগর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সদস্য ৭১ এর রণাঙ্গনের অকুতোভয় সৈনিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমির হামজা গাইন (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নানিল্লাহে—রাজেউন। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষনিক প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা জান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মণ্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন সহ তার সহকর্মী বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ঈশ্বরীপুর গ্রামের মরহুম মনজেল গাইনের পুত্র। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করে আত্মার মাগফিরাত কামনা করা হয়।