যশোরে বন্দুকযুদ্ধে নিহত ১
যশোরের শঙ্করপুর এলাকায় বন্দুকযুদ্ধে নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার হয়।
পুলিশের ভাষ্য, দুই দল সন্ত্রাসীদের গোলাগুলিতে তিনি নিহত হন। তবে নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।
যশোর কোতয়ালী থানার এসআই তারেক নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। পরে সেখানে পুলিশের উপস্থিত টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার হয়। নিহত যুবকের মরদেহ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট, সবুজ শার্ট ও কোমরে একটি গামছা রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার সফিউল্লাহ সবুজ জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় হাসপাতালে ওই যুবক মারা গেছেন।