মল্লিকার অভিযোগ, ‘রাত তিনটায় এসো, কাজ হবে’
বলিউডের পরিচিত মুখ মল্লিকা শেরাওয়াত। খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের কাছে বেশ জনপ্রিয় তিনি। এক দশক আগে বলিউড ইন্ডাস্ট্রিতে শরীরী আবেদন ছড়িয়ে তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। বিশেষ করে ‘মার্ডার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার আলোচনার তুঙ্গে তিনি।
তবে সব ধরণের চরিত্রেই সাবলিল অভিনয় দেখে বিপাকে পড়েছিলেন মল্লিকা। সবার মনে ধারণা ছিল, পর্দায় যেমন মল্লিকা খোলামেলা রূপে দেখা দেন, তেমনি বাস্তবেও তার সঙ্গে অন্তরঙ্গ হয়ে বেশ তৃপ্তি পাওয়া যাবে। এই সুযোগ কাজেও লাগাতে চেয়েছিলেন অনেকে। সেখানে বহু পরিচালক, প্রযোজক ও নায়কেরও নাম এসেছে! এমনটাই জানালেন মল্লিকা শেরাওয়াত।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিরুদ্ধে সকলের ধারণা, কেউ যদি ছোট স্কার্ট পরে পর্দায় চুম্বন করে, তাহলে তার কোনো নৈতিকতা নেই।
তিনি আরো বলেন, আমাকে অনেক প্রোজেক্ট থেকেই বাদ দেয়া হয়েছে। কেননা, তারা ভাবত, আমার সঙ্গে অন্তরঙ্গ হতে অসুবিধা কোথায়? তুমি তো পর্দায় অন্তরঙ্গ হও, তো বাস্তবে হতে কী সমস্যা?
এ কারণে আমি অনেক প্রোজেক্টে কাজের সুযোগ হারিয়েছি। আসলে এটাই আমাদের সমাজের দর্পণ। মহিলাদের এ দেশে এসবেরই মুখোমুখি হতে হয়-হবেও।
মল্লিকার ভাষ্যে, আমি সবসময় মাথা উঁচু করে চলি। কোন অন্যায়ে আপোস করতে পারি না। আমার আত্মমর্যাদা রয়েছে। এমনো অনেক সময় হয়েছে, যখন পরিচালকরা আমাকে ফোন করে বলেছে, রাত তিনটার সময় এসো। তোমাকে নিয়ে কাজ হবে।