নিজেদের টাকায় ট্রলি-কিটব্যাগ কিনতে হবে হজযাত্রীদের
সরকারি ও বেসরকারি উভয় হজ ব্যবস্থাপনার হজযাত্রীদের নিজ উদ্যোগে ট্রলি ও কিটব্যাগ কিনতে হবে। হজযাত্রা নিশ্চিত করতে পবিত্র হজে যাওয়ার আগেই সকল হজযাত্রীকে বাংলাদেশের পতাকাখচিত ট্রলিব্যাগ ও কিটব্যাগ কিনতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
গত ২৮ জুন মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরির অনুচ্ছেদ নং ৫.১.৮ অনুযায়ী সুষ্ঠু হজ ব্যবস্থাপনা পরিচালনার স্বার্থে জাতীয়পতাকা খচিত ট্রলিব্যাগ ও কিটব্যাগ কিনতে হবে।
এছাড়া হজযাত্রীদের আগামী ৮ জুলাইয়ের মধ্যে নিকটস্থ সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে বলা হয়েছে।
Please follow and like us: