আশাশুনির মাদক ব্যবসায়ী গডেল আটক
আশাশুনিতে পুলিশী অভিযানে গডেল আটক হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার পি এস আই সুবীর কুমার ঘোষ, তৌফিক আহম্মেদ ও এএসআই মাহবুব হাসান অভিযান চালিয়ে জি.আর ৩০৪/১৬, ২৯০/১৫, ১৫০/০৬ ও ৮৮(০৬)১৮ মামলার আসামী উপজেলা দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মনিরুদ্দীন গাজীর পুত্র বজলুর রহমান গডেলকে আটক করেন।
Please follow and like us: