বুধহাটার পুরাতন বটগাছের ডাল ভেঙ্গে রাস্তায় : সড়কে যানবাহন চলাচল বন্ধ
আশাশুনি উপজেলার বুধহাটায় ব্যাংদহা মোড়ে শতাধিক বছরের পুরনো বট গাছের একটি ডাল ভেঙ্গে রাস্তায় পড়লে আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ব্যাংদহা রাস্তার মোড়ে বৃহৎ আকার বটবৃক্ষটি শাখা প্রশাখা বিস্তার করে দীর্ঘকাল যাবৎ ছায়াশীতল অবস্থা সৃষ্টি করে রেখেছিল। গাছের ঠিক নীচে পাকা বিল্ডিং নির্মাণ কাজ শুরু করলে, এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিলে গাছের ক্ষতি করবেননা এবং সরকারি জমিতে যাবেননা ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা অটুট রাখবেন মর্মে শর্ত সাপেক্ষে তাকে ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়। গাছের ডালের নীচে ঘর নির্মাণ কাজ চলছে। সকলের সন্দেহ কখন নাজানি ডাল কেটে ঊর্ধ্বমুখী কাজ সম্পন্ন করা হবে! বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ করে অপর পাশে রাস্তার উপরের একটি বৃহৎ আকৃতির ডাল ভেঙ্গে পড়ে। ডালটি রাস্তার উপর এবং রাস্তার অপর পাশে ডাঃ রেজাউল করিমের দ্বিতল বিল্ডিং এর উপর পড়ে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল বেলা ৪ টার দিকে এসডি আজিজুর রহমানের নেতৃত্বে ডাল কাটতে শুরু করেন। সন্ধ্যা ৬ টার দিকে ডাল সরানো সম্ভব হয়।