বাড্ডায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাড্ডার সাতারকুল রোডে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই আব্দুর রশিদ বিষয়টি নিশ্চি করেছেন।
তিনি বলেন, বাড্ডার সাতারকুল রোড এলাকায় ভোর সাড়ে চারটার দিকে ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি জানান, নিহত দুইজনের নাম-পরিচয় েএখনো জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ হবে।
Please follow and like us: