বাগেরহাটে মোরেলগঞ্জে ৪দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৪ দিন ব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে অনুষ্ঠিত ৪দিন ব্যাপী অনুষ্ঠিত সমাপনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি নূরজাহান বেগম, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী।
মোরেলগঞ্জ কেজি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল মুজিব কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এ প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন, প্রশিক্ষক সফরুল ইসলাম দুলাল।
Please follow and like us: