কলারোয়া থানা পরিদর্শনে– অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার
সাতক্ষীরার কলারোয়া থানা পরিদর্শন করেলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। বৃহষ্পতিবার দুপুরে অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে থানার বিভিন্ন কার্যক্রম অবলোকন করেন তিনি।
এসময় থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ থানার পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে থানার প্যারেড চত্বরে পুলিশের প্যারেড পরিদর্শন করে সশস্ত্র সালাম গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার।
বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন- মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশকে অধিক তৎপর থাকতে হবে। জনবান্ধব পুলিশিং করার জন্য সাধারণ জনগণের কল্যাণে কাজ করতে হবে। পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করে সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত আইনশৃংখলা নিশ্চিত করতে হবে।
মাদকমুক্ত করতে নিরলস কাজ করার জন্য সন্তোষ প্রকাশ করে কলারোয়া থানার সকল অফিসার ও সদস্যদের ধন্যবাদ জানান জেলা পুলিশের অন্যতম শীর্ষ এ চৌকস অফিসার।
পরিদর্শনকালে থানার ওসি বিপ্লব দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার বিপ্লব রায়সহ সকলে উপস্থিত ছিলেন।