আশাশুনির গুনাকরকাটিতে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী আনিছুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুনাকরকাটি দক্ষিণ পাড়ার সামাদ সরদারের ছেলে আনিছুর রহমান (৩৫) গুনাকরকাটি বাজারে দোকান থেকে বুধবার রাত্র ১০ টার দিকে বাড়িতে ফিরছিলেন। ওয়াপদার উপর খালেক সাহেবের বালির আড়তের কাছে পৌছলে পূর্ব থেকে ফাদ পেতে থাকা ৩ ব্যক্তি সন্ত্রাসী স্টাইলে তার উপর অতর্কিতে হামলা চালায়। তাকে উপর্যুপরি হামলা চালালে তিনি রাস্তার পাশে ঘেরের মধ্যে লাফিয়ে পড়েন। সেখানে গিয়েও তাকে আঘাত করা হয়। তার চিৎকারে পাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ছুটে ব্রিজের উপরে রাখা মোটর সাইকেল চড়ে পালিয়ে যায়। রাতেই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ও চোখের পাশে ৭/৮ স্থানে সেলাই দিতে হয়েছে।