সাতক্ষীরায় এমপি রবি’র সাথে কলেজ শিক্ষকদের মতবিনিময়
বুধবার দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের প্রভাষক লিয়াকত আলী, মো. রমজান আলী, মো. ওবায়দুল্লাহ, মো. মুনজুরুল, মো. আক্তারুজ্জামান, জিলানী মাহমুদ, ফারুক হোসেন, রোখসানা খাতুন, রীনা পারভীন, কামরুজ্জামান, বখতিয়ার রহমান, আনিছুর রহমান ও আনছারুল প্রমুখ।
কলেজে পরিচালনা পরিষদের সভায় দাঁতভাঙ্গা কলেজ পরিচালনা পরিষদ ও কলেজের সকল শিক্ষকদের সম্মতিক্রমে কলেজের নতুন নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ।
মতবিনিময় সভায় কলেজের সার্বিক উন্নয়ন ও কলেজের শিক্ষকদের বেতনভাতাদিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।