পাটকেলঘাটায় হারুন-অর-রশিদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাটকেলঘাটায় হারুন-অর-রশিদ ডিগ্রী কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এ কর্মী সমাবেশের কার্যক্রম আরম্ভ হয়।
অত্র কলেজ শাখায় ছাত্রলীগ নেতা-কর্মীদের সাংগঠনিক বিষয়ে গতিশীল ও কর্মী নবায়ন করার লক্ষ্যে এ সামবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নং সরুলিয়া ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনাজুল হক, অত্র কলেজ শাখার সভাপতি রায়হান হুসাইন ইকরামুল সহ অন্যান্য ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।