জুভেন্টাসে যাচ্ছেন রোনালদো, কপাল পুড়বে আর্জেন্টাইন তারকার!
ফুটবল বিশ্বকাপ প্রায় শেষের পথে। কিছুদিন পরে শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। আসছে মৌসুমে কোন দলের হয়ে মাঠ মাতাবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো? রিয়ালেই থাকবেন নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন পর্তুগীজ তারকা! পিএসজি পেট্রো ডলার নিয়ে বসে আছে, আবার ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরতে পারেন ‘সি আর সেভেন’—এমন গুঞ্জন চলছে অনেক দিন ধরে। তবে নতুন করে শোনা যাচ্ছে, জুভেন্টাসও নাকি চাচ্ছে রোনালদোকে। রোনালদোর সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়ে নিয়েছে তুরিনের ক্লাব, এমনটাই জানিয়েছে টুট্টোস্পোর্ট।
২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তারপর থেকে মাদ্রিদকে দু’হাত ভরে দিয়েছেন রোনালদো। হ্যাটট্রিকসহ চারবার এনে দিয়েছেন ইউরোপ সেরার মুকুট। নিজেও পেয়েছেন ব্যক্তিগত অনেক সাফল্য। অথচ বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন তিনি।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী রোনালদো যদি যেতে চায় তবে বাঁধা দিবে না রিয়াল। কারণ বছর ঘুরে আসলে হয়তো রোনালদোকে এই দামে বিক্রি করতে পারবে না রিয়াল। ক্লাব থেকেও নাকি ভাবা হচ্ছে, রোনালদো যদি যেতে চান, তবে আটকে রাখা হবে না তাকে। স্প্যানিশ গণমাধ্যমের খবর ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে ইতিমধ্যেই কথা পাকাপাকি হয়ে আছে রোনালদোর। ৪ বছরের চুক্তিতে বছরে পর্তুগালের এই তারকাকে ৩০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত তারা।
রিয়াল মাদ্রিদে রোনালদোর রিলিজ ক্লজ ১ বিলিয়ন (১ হাজার মিলিয়ন) ইউরো। তবে রিয়াল মাদ্রিদ নাকি এ মৌসুমে ১২০ মিলিয়ন ইউরোতে নামিয়ে এনেছে এমন কথা চাউর হয়েছে সম্প্রতি। আর এতে রোনালদো ক্লাব বদলের আভাস পাচ্ছেন অনেকেই। এদিকে জুভেন্টাস ভালো করেই জানে, রোনালদো যদি ক্লাব বদল করতে চায়, তবে রিয়ালের সঙ্গে একটা বনিবনা করা খুব কঠিন হবে না। তবে রিয়াল মাদ্রিদের সভাপতি ক্লাবের ক্ষতি হয় এমন কোনো চুক্তিতে যাবেন না, সেটিও খুব সহজেই অনুমেয়।
এদিকে রোনালদো জুভেন্টাসে যোগ দিলে কপাল পুড়বে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের। রোনালদো জুভেন্টাসে এলে তাকেই খেলানো হবে প্রধান স্ট্রাইকার হিসেবে। আর তখন বিক্রি করে দেওয়া হতে পারে আর্জেন্টিাইন তারকা হিগুয়েইনকে। এছাড়া যেহেতু সেই দলের নাম্বার টেন দিবালা এবং দলের সেরা তারকা, তাই রোনালদো যোগ দিলে হিগুয়েনের দলে থাকার সম্ভাবনা ক্ষীণ। আগস্টের ৩১ তারিখ পর্যন্ত দলবদলের সুযোগ থাকছে। এর আগেই হয়তো জানা যাবে রোনালদো রিয়াল ছাড়ছেন কিন!