কেশবপুরে জলাবদ্ধতার সম্ভবনা থেকে মুক্তিপেতে স্বেচ্ছাশ্রমে হরিহর নদ খনন কাজ শুরু
যশোরের কেশবপুরে পলিতে ভরাট হওয়া হরিহর নদ স্বেচ্ছাশ্রমে খনন কাজ বুধবার দুপুর থেকে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য ঘের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে খনন কাজ পরিচালনা করা হচ্ছে। বর্ষা মৌসুমে এবার হরিহর নদের পানি উপচে পড়ে এলাকায় জলাবদ্ধতা দেখা না দেয় তার জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য ঘের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে হরিহর নদের কেশবপুর ও মণিরামপুরের সীমান্ত ছাতিয়ানতলা থেকে স্বেচ্ছাশ্রমে নদ খননের কাজ শুরু করা হয়েছে। ছাতিয়ানতলা থেকে নদের ভাটিতে কেশবপুরের শ্রীগঞ্জ ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার নদ স্বেচ্ছা শ্রমে খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান, মৎস্য ঘের মালিক সুলতান আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান জানান, হনিহর নদের ছাতিয়ানতলা থেকে কেশবপুরের শ্রীগঞ্জ ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার নদ স্বেচ্ছা শ্রমে খনন কাজ শুরু হয়েছে। নদের ভাটিতে মঙ্গলকোট পর্যন্ত স্বেচ্ছাশ্রমে খনন কাজ করা হবে। স্বেচ্ছাশ্রমে কাজ সমাপ্ত হলে চলতি বর্ষা মৌসুমে কেশবপুরে জলাবদ্ধতার সম্ভবনা থাকবে না।