কেশবপুরের পাঁজিয়ায় মাদক বিরোধী ছাত্র পুলিশ কাউন্সিলিং অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ডিগ্রী কলেজে বুধবার দুপুরে যশোর জেলা পুলিশের মাদক বিরোধী ছাত্র-পুলিশ কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ-এর সভাপতিত্বে ও ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিব হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। মাদক বিরোধী ছাত্র-পুলিশ কাউন্সিলিং অনুষ্ঠানে সহকারি পুলিশ সুপার রাকিব হাসান বলেন, যশোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে জেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছেন।
Please follow and like us: