মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার!
বর্তমান ফুটবলের জগতে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে তারকা খ্যাতির তালিকায় যিনি আছেন তিনি হলেন সময়ের অন্যতম তারকা নেইমার। চলতি বিশ্বকাপ থেকে মেসি এবং রোনাল্ডোর বিদায়ের পর গতকাল ২ জুলাই আরেক তারকার ভাগ্যে কী ঘটে তা নিয়ে কেউই খেলার আগে নিশ্চিত হতে পারেনি।
কারণ প্রথম দুটি ম্যাচে যা ব্রাজিলের এই রাজপুত্র যা খেললেন তাতে করে অনেকে তো আগ বাড়িয়ে বলেই ফেলেন— এই ব্রাজিলকে দিয়ে কিছুই হবে না।
যদিও ম্যাচ শুরুর আগে ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, প্যারি সঁ জার্মেইনের (ফরাসী ক্লাব) সতীর্থ এমবাপে (ফ্রান্স) এবং কাভানির (উরুগুয়ে) মত নেইমারও জ্বলে উঠবেন। নেইমার, থিয়াগো, এমবাপে এবং কাভানি- এরা সবাই পিএসজি ক্লাবে খেলেন।
সিলভা আরও বলেন, তারাই (এমবাপে এবং কাভানি) নিজ নিজ দলের বিজয়ের পেছনে মূল শক্তি ছিলেন। ফ্রান্স এবং উরুগুয়ের ম্যাচগুলো দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, আমাদের ম্যাচেও নেইমার তার পিএসজি সতীর্থদের পথে হাঁটবেন।
ব্রাজিলের কোচ তিতেও নেইমারের ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন এবং কোচ মনে করেন, নেইমার এখন আবার তার সেরা ফর্ম ফিরে পেয়েছেন। সার্বিয়ার বিরুদ্ধে সেই খুবই ভালো খেলেছে…যে কৌশল অনুসরণ করতে আমি তাকে বলেছিলাম, সে তা করতে পেরেছিলো, ফুল ব্যাককে সাপোর্ট করেছে, বল নিয়ে ড্রিবল করে দৌড়েছে, গোল পাওয়ার চেষ্টা করেছে।
তবে সকলের শঙ্কাকে দূর করে করে দিলেন এই তারকা। সমালোচকদের বুড়ো আঙুল দেখাতে মোটেও সময় নেননি নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার ঝলক দেখা গিয়েছিল, কোয়ার্টার ফাইনালে উঠতেই যেন অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন তিনি। নিজে তো গোল করেছেনই, ফিরমিনোকে দিয়ে গোল করিয়েছেনও। বিশ্বকাপে মোট নয়টি ম্যাচ খেলেছেন নেইমার। তাতে ছয়টি গোল করেছেন, আর দুটি করিয়েছেন। যার অর্থ নেইমার খেলেছেন এমন প্রায় সব ম্যাচেই গোল পেয়েছে ব্রাজিল।
গতকাল মেক্সিকোর বিপক্ষে ৫১ মিনিটে দলের প্রথম গোল করেন নেইমার। যা ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের ষষ্ঠ গোল। আর এ গোলেই তিনি পেছনে ফেলেন মেসি ও রোনালদোকে। গড়েন নতুন রেকর্ড।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি গোল করেছেন নেইমার। আর এতে তিনি বিশ্বকাপে পেছনে ফেলে দেন মেসি ও রোনালদোকে। মেসি, নেইমার ও রোনালদোর বিশ্বকাপে সকলের গোল সংখ্যা এখন ৬টি। এ ছয়টি গোল করতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি শট করেছিলেন ৬৭টি। অন্যদিকে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর লেগেছে ৭৪টি। সেখানে নেইমার শট নিয়েছেন মাত্র ৩৮টি। হলুদ জার্সি গায়ে ৮৯ ম্যাচে ৫৭টি গোল হলো তার।
আন্তর্জাতিক ফুটবলে ৮৯ ম্যাচে এখন পর্যন্ত ৫৭ গোল করেছেন নেইমার। গোল সংখ্যায় তার চেয়ে এগিয়ে কেবল পেলে ও রোনালদো। ৯২ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৭ গোল করেন ফুটবল সম্রাট পেলে। আর ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো ৯৮ ম্যাচে করেন ৬২ গোল। নেইমার যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে রোনালদো তো বটেই পেলেকে হটিয়ে ব্রাজিলের হয়ে সবোর্চ্চ গোলদাতা হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না