কলারোয়া পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভা
কলারোয়া পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির এক সভা মঙ্গলবার বিকেলে পাবলিক ইন্সটিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়া পৌরসভার সার্বিক উন্নয়নকল্পে বক্তারা সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করেন। সভায় উত্থাপিত দাবির মধ্যে রয়েছে: পৌরসভার পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার সংস্কার, সুপেয় পানি সরবরাহ করা, পৌরসভার সকল রাস্তার টেকসই সংস্কার করা ও রাস্তার অবৈধ দখল মুক্ত করা। পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মাস্টার শেখ আব্দুর রহমান, মাস্টার অনুপ কুমার ঘোষ প্রমুখ।
Please follow and like us: