জালিয়াত চক্রের হাত থেকে রক্ষা পেতে রিতা রাণীর ফরিয়াদ
আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের বাসিন্দা হিসাবে ভুয়া আইডি কার্ড নিয়ে প্রতারণাকারী, মনিরামপুরের রুহুল আমিন মন্টুর হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগিরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ফরিয়াদ জ্ঞাপন করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে প্রকাশ, যশোর জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামরে আবুল কালাম সরদারের ছেলে রুহুল আমিন মন্টু প্রতাপনগর গ্রামের মৃত তোফাজুদ্দিন মহালদারের কন্যা নাসিমা খাতুনকে বিয়ে করে প্রতাপনগরে বসবাস করেন। তিনি প্রতাপনগরের বাসিন্দা হিসাবে একটি ভুয়া আইডি কার্ড করেছেন। তিনি ভুয়া কার্ড ব্যবহার করে জমিজমা ক্রয় ও প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্ম করে আসছেন। এ কাজে তার স্ত্রী নাসিমা ও হানুয়ার গ্রামের মনিরুজ্জামান সহায়তা করে থাকেন। তিনি পাইকগাছা গ্রামের অলক মন্ডলের স্ত্রীর বাদী রিতা রাণী মন্ডলের ছোট ভাইকে বিদেশ পাঠানোর নাম করে বিভিন্ন সময় ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। কিন্তু বিদেশ না পাঠিয়ে নানা ভাবে ছল চাতুরি করতে থাকেন। টাকা লেনদেনের প্রমান তাদের কাছ থাকলেও সে আইনকে তুয়াক্কা না করে টালবাহনা ও প্রতারনা করতে থাকে। এভাবে তারা অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করার পরও তারা আত্মগোপন করে চলেছে।
মন্টু প্রতারনার পাশাপাশি জামাত নেতা হিসাবে নাশকতা মামলার আসামী হিসাবে প্রতাপনগরে এসে আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ২২৩/১৬, ২৫৫/১৬, ২৭৬/১৬, ২৪০/১৬, ৫৪১/১৬ নং মামলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।