কালিগঞ্জে ছাত্রদলের ২ নেতা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ
কালিগঞ্জে অভিযান চালিয়ে ছাত্র দলের ২ নেতা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিন গত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, চ্যাম্পাফুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, শাইহাটি গ্রামের বাবুর আলীর ছেলে শাকিল আহম্মেদ (২৮), নলতা মাঘুরালী গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন (২৫) ও গাঁজা সহ নিজ বাড়ি থেকে হোসেন পুর গ্রামের লক্ষিনাথ বিশ্বাসের ছেলে গৌর পদ বিশ্বাস (৫২) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নির্দেশে থানার উপ পরিদর্শক নূর ইসলাম শাকিল আহম্মেদ কে, সহকারী উপ পরিদর্শক মাহফুজ বাপ্পি হোসেন কে ও সহকারী উপ পরিদর্শক মিজানুর রহমান মিজান গৌর পদ বিশ্বাস কে আটক করতে সক্ষম হয়। ছাত্র দলের ২ নেতাকে সহিংশতা মামলায় ও অপরজনকে মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।