স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পাউবো বেড়ীবাঁধ মেরামত
শ্যামনগর উপজেলাধীন গাবুরা ইউনিয়নে ভাঙ্গনকৃত হরিষখালী হতে ডুমুরিয়া খেয়াঘাট পর্যন্ত পাউবো বেড়ীবাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিত্বে মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে। আজ রবিবার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমের নেতৃত্বে ৪শতাধিক লোক ভোর থেকে দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজ করে ভাঙ্গনকৃত পাউবো বেড়ী বাঁধ সংস্কার করে। পাউবো কর্তৃপক্ষকে তোষামদী করে দীর্ঘদিন কাজ না হওয়ায় অবশেষে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়ীবাঁধ মেরামত করলেন। বাঁধটি মেরামত হওয়ায় ওই এলাকার মানুষের ভিতরে আতংক দূর হয়েছে কথা বলে জানাযায়। গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুর রহমান জানান, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরেও আজ পর্যন্ত কোন কাজ হয়নি। ফলে স্থানীয় মানুষের মনে ভাঙ্গন আতংক সৃষ্টি হয়। অবশেষে স্থানীয় দুই ইউপি সদস্য আবিয়ার রহমান ও আব্দুর রাজ্জাক সহ স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বেড়ীবাঁধটি মেরামত করা হয়েছে। ইউনিয়নের অবশিষ্ট ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ গুলি পর্যায়ক্রমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হবে বলে তিনি জানান।