সাতক্ষীরা রেঞ্জে সুস্থ ভাবে বোট লাইসেন্স সনদপত্র বিএলসি নবায়ন প্রক্রিয়া শুরু
প্রতিবছরের ন্যায় এবারও পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে ২০১৮-২০১৯ অর্থ বছরে সুন্দরবনে পেশাদার বনজীবিদের জেলে বাওয়ালী মৌয়াল, মাছ ও কাঁকড়া আহরণ কারীদের ব্যবহৃত বোট লাইসেন্স সনদপত্র (বিএলসি) নবায়ন প্রকিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হইয়াছে। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে চলতি মাসের ৩১ জুলাই পর্যন্ত চলবে। সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন ৪টি রেঞ্জে বুড়িগোয়ালিনী, কৈখালী, কদমতলা ও কোবাতক স্টেশন হতে একযোগে বিএলসি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট রেঞ্জ অফিসার পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দালাল মুক্ত পরিবেশে উৎকোচ বাহিনী বিএলসি নবায়ন করা হবে ঘোসনা দেওয়া হয়েছে। সাথে সাথে বৈধ বিএলসি ধারীদের সরাসরি সংশ্লিষ্ঠ বন অফিসে যোগাযোগ করার জন্য জানানো হয়েছ। কোন প্রকার দালাল বা মধ্যস্থ ভোগীদের মাধ্যমে যোগাযোগ না করার জন্য বিএলসি ধারীদের পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএলসি ধারী সহ সচেতন সবার সরাসরি সহযোগিতা চেয়েছে বন অফিস কর্মকর্তাগণ। তাছাড়া দালালদের দায়ভার যেন বনবিভাগের উপরে অহেতুক চাঁপিয়ে না দেওয়া হয়। সেজন্য বিএলসি ধারীদের জোরালো ভাবে পরামর্শ দেওয়া হয়েছে তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে এম কবির হোসেন এবিষয়ে জানান, চলতি অর্থ বছরে সাতক্ষীরা রেঞ্জের আওয়তায় ৪টিস্টেশন অফিস হতে প্রায় আড়াই হাজার বি এল সি নবায়ন করা হবে। বিএলসি প্রতি সরকারী রাজস্ব ১০ কুইন্টাল নৌকার জন্য ৫টাকা নির্ধারণ করা হয়েছে। কোন প্রকার উৎকোচ ছাড়াই মাস ব্যাপী বিএলসি কার্যক্রম সুস্থ ভাবে সম্পন্ন করা হবে তিনি জানান।