বল্লীতে প্রাণী চিকিৎসক হাসানের অপচিকিৎসায় গাভীর মৃত্যু!
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারানপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাসানুজ্জামান হাসানের (৩৬) ভূল চিকিৎসায় লক্ষাধিক টাকা মূল্যের গাভীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান স্বল্প শিক্ষিত হাসান নামে মাত্র গাভী গরুর ডেলিভারী ট্রেনিং নিয়ে বল্লীসহ কয়েকটি ইউনিয়নে বড় মাপের প্রাণী চিকিৎসক পরিচয়ে আর্টিস্ট দিয়ে বিভিন্ন দেওয়ালে রং তুলিতে পরিচয় পত্র সেটেছেন।
এই ভন্ড চিকিৎসক অনটেস্ট মটরসাইকেল নিয়ে সাথে বড় ব্যাগ নিয়ে নাম্বার প্লেটে রেজিঃ নং না থাকলেও প্রানী চিকিৎসক লিখে সারাক্ষণ এলাকায় দাবড়িয়ে চলেন।
স্থানীয়রা আরো জানান, তার ভুল চিকিৎসায় অধ্যবধি কতটা গরু- ছাগল মারা গেছে তার কোন হিসাব নেই। অথচ তিনি বহাল তবিয়াতে তার অপ-চিকিৎসা চালিয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কাঁঠালতলার দোলাল চন্দ্র শানা জানান, আমার দেড় লাখ টাকার গাভীর অযোগ্য ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে।
এছাড়া মোচড়ার সিরাজুল, নারান পুরের আক্তারুল, হাজিপুরের নারান, রঘুনাথপুরের মহিতোশ সহ একাধিক নাম না জানা ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা জানান, ঐ ভন্ড চিকিৎসকের ভুল চিকিৎসার কারনে আমরা সর্বশান্ত হয়ে গেছি।
তারা আরো জানান, ঐ ভন্ড চিকিৎসকের কাছে ক্ষতিপুরন চাইনা। চাই শুধু দৃষ্টান্তমূলক শাস্তি। যাতে করে তার ঐ অপচিকিৎসার কারণে কোন গরু চাষীকে এভাবে পথে বসতে না হয়।
এ বিষয়ে স্থানীয় একাধিক প্রানী চিকিৎসকের সাথে কথা বলে জনা গেছে, তারা রীতিমত পরীক্ষা দিয়ে পাশ করে চিকিৎসা দিচ্ছিন। অথচ ঐ অল্প শিক্ষিত হাসান ডেলিভারী ট্রেনিং নিয়ে রমরমা প্রাণী চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ভুয়া প্রাণী চিকিৎসক হাসানুজ্জামানের ০১৭*****২৩৮ নং মোবাইলে ফোন দিয়ে একাধিক বার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ওই ভন্ড চিকিৎকের বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ তদন্ত পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।