ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অপপ্রচার
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া (০১ নাং) ইউনিয়ন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
রবিবার (০১ জুলাই) তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক কতৃক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে লিখিত ভাবে উল্লেখ্যে করেছেন , ০১ নাং ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল এবং আগ্রহী স্ব স্ব প্রার্থীকে তালা উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক বরাবর বায়োডাটা দিয়ে আগামী ০৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
এদিকে, এই কমিটি বিলুপ্তির ঘটনাকে কেন্দ্র করে নামধারী কিছু ছাত্রলীগ নেতা- কর্মীরা তাদের স্ব স্ব ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। ফেসবুক পোষ্টে তারা উল্লেখ্য করেছেন (৩০ জুন) গভীর রাতে টাকার বিনিময়ে ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। কিন্তু বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন ও বানোয়াট। এমন মিথ্যা অপপ্রচার দিয়ে একটি কুচক্রী মহল তালা উপজেলা ছাত্রলীগের সুনামকে ক্ষূর্ন করার চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন, আজ রবিবার (০১ জুলাই) তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি লিখিতভাবে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। দীর্ঘদিন যাবত সাংগঠনিক কার্যক্রম না থাকায় এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ০৭ জুলাইয়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের বায়োডাটা দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে। তবে এ বিষয়টিকে নিয়ে ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নামধারী কিছু নেতা কর্মীরা অপ্রচার দিচ্ছে যে, অর্থ বিনিময় করে কমিটি বিলুপ্তির আগেই নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। যেটার কোন প্রমান নেই। বিষয়টির মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলার শাখার সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল এই অপপ্রচার দিচ্ছেন। এই মিথ্যা ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কমিটি অবশ্যই যোগ্য প্রার্থীদের নিয়ে গঠন করা হবে এবং সেটা হবে প্রকাশ্যে স্বচ্ছতার মধ্যে দিয়ে।