কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জাফরপুর অবস্থিত কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই সকাল ১০ টায় কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের মিলনায়তনে কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো. আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী অধ্যক্ষ বাবু জয়দেব ঘোষ, অধ্যাপক বাবু রাম প্রসাদ ঘোষ, অধ্যাপক মো. এবাদুল হকসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Please follow and like us: