কলারোয়ায় সোনার বাংলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত!
কলারোয়ার সোনাবাড়ীয়া সীমান্তবর্তী সোনার বাংলা কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সকল ছাত্র/ ছাত্রীদের নবীন বরণ, সংবর্ধনা ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কলেজ চত্বরে পবিত্র কুরআন তেলোয়াত এবং নবীন, প্রবীন ছাত্র/ ছাত্রীদের বক্তব্যের মাধ্যমে সোনার বাংলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠান শুরু হয়।
কলেজের সার্বিক বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওদুদ ঢালী, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক মুনছুর আলী, উয়াসেক আলী ছিদ্দিক, প্রভাষক মাজেদুর রহমান, নূর মোহাম্মাদসহ কলেজের সকল শিক্ষক ও ছাত্র/ ছাত্রীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শুরুতেই অতিথীবৃন্দ নবীন ছাত্র/ ছাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছাত্র/ ছাত্রীরা অতিথীবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী শিক্ষক প্রদীপ কুমার। অপরদিকে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সকল ছাত্র/ ছাত্রীদের নবীন বরণ ও সবংর্ধনা দেয়া হয়েছে বলে কলেজ সূত্রে জানা যায়।