আশাশুনি সরকারি কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন
আশাশুনি সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক কৃষ্ণপদ মন্ডল, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক হোসেন আলি, অধ্যাপক আঃ মালেক, ক্যাপ্টেন ইসহাক আলি, প্রভাষক মাহমুদুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসেন ও সাংবাদিক এম এম সাহেব আলি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সুশীল কুমার মন্ডল ও অধ্যাপক জাকির হোসেন ভুট্ট। অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়।
Please follow and like us: