বড়দলে বঙ্গবন্ধু ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
আশাশুনি উপজেলার বড়দলে বঙ্গবন্ধু ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
বড়দল ইউনিয়নের বাইনতলা শাপলা যুব সংঘের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়দল ইউপি চেয়ারম্যান, আ’লীগ নেতা আব্দুল আলিম মোল্যা। উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জগদীশ কুমার সানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের আশরাফুজ্জামান তাজ, সাধারণ সম্পাদক তানভীর রহামান রাজ, বড়দল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মহাসীন হোসেন লিটন, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টিটু, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম বাবু, বাইনতলা শাপলা যুব সংঘের সভাপতি মুস্তাজুল ইসলাম, সহ সভাপতি আব্দুল্লাহ মোল্যা, দিপক সানা, গৌরপদ মন্ডল, সাধারণ সম্পাদক নলিনী মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। খেলায় বড়দল ফুটবল একাদশ কে ০-১ গোলে হারিয়ে খাজরার জেলেখালী ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন আবু ওয়াহিদুজ্জামান বাবলু। সহকারী রেফারী ছিলেন আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার সানা।