সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক বৃদ্ধ আটক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩ পিস ভারতীয় শাড়ী নিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আসার অপরাধে এক বৃদ্ধ আটক হয়েছে। এসময় বিজিবি তার কাছ থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া সীমান্তে। শুক্রবার সকালে সাতক্ষীরা সদরের তুলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলী আজগর জানান- সীমান্তে বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ব্যক্তিকে আটক করেন। আটককৃত বিবেক চন্দ্র বালা (৬০)। সে গোপালগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার শেনেরচর গ্রামের খগেন্দ্র নাথ বালার ছেলে। তিনি আরো জানান-ওই ব্যক্তির নিকট থেকে ৩টি ভারতীয় শাড়ী ও ৩টি মোবাইল ফোন পাওয়া গেছে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, তুলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলী আজগর বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।