শ্যামনগরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধান মন্ত্রীর বিশেষ বরাদ্দ জি,আর চাউল বিতরণ

শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহায়তা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্ত ৪ শত মেট্রিকটন জি,আর চাউল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেন। এ সময় এস,এম, জগলুল হায়দার এম,পি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী চলতি বছরে উল্লেখযোগ্য পরিমাণ জি,আর, চাউলের বরাদ্দ দিয়েছেন। তিনি আরও বলেন এ ছাড়া গত ৫ বছরে আইলা সীডর দুর্গত এলাকা হিসাবে রেকর্ড পরিমাণ বরাদ্দ দিয়েছে। শ্যামনগর ও কালীগঞ্জ সংসদীয় আসনে ঈদুল ফিতরের বিশেষ ভি,জি,এফ হিসেবে প্রায় ১ লক্ষ ৩০ হাজার পরিবারকে ভি,জি,এফ কার্ড দিয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের প্রতিটি খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রতিটি পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ৪ শত মেঃ টন চাউলের মধ্যে ১ শত টন কালীগঞ্জের ৮টি ইউনিয়নে ও শ্যামনগরে ১২টি ইউনিয়নে ৩ শত মেঃ টন। সব মিলে প্রায় ২ শত টি মসজিদ, মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নের জন্য প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি,এম, আকবর কবির, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড: শোকর আলী, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগন ও গণমাধ্যম কর্মীরা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)