শ্যামনগরে কোস্টগার্ডের অভিজানে মাছের পোনা জব্দ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বিভিন্ন নদী থেকে বে-আইনী ভাবে আহরণকৃত পারশে মাছের পোনা জব্দ করেছে দোবেকী কোস্টগার্ড সদস্যরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বুড়িগোয়ালিনী বাজার থেকে পাশের পোনা জব্দ করার সময় জেলেরা অন্যত্র সটকে পড়ে। দোবেকী কোস্টগার্ড পেটি অফিসার লুৎফর রহমান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থল অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৫০ হাজার পারশে মাছের পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।
Please follow and like us: