বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজয়
মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের অন্যতম প্রতিভা এনামুল হক বিজয়ের। জাতীয় দলে পাকা করতে পারছেন না নিজের জায়গা। তবে নিজের ভক্ত সমর্থকদের জন্য দারুণ এক সুখবরই দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ ফেসবুকে নিজের বিয়ের কথা জানিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
নিজের ফেসবুক পেজে আপলোড দেয়া ছবির সাথে বিজয় লিখেন, ‘একটি সুখী দাম্পত্য জীবন নির্ভর করে বারবার একই মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার উপর। দেশ ও দেশের বাইরে সবার কাছে আমাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করছি।’
Please follow and like us: