নলতা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকাল ৪ টায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক’র নলতা শরীফ টাউনপাড়ায় নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জিএম তরিকুল ইসলাম, আজিজুর রহমান নয়নসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নলতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামীতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক’র উপস্থিতিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।