বিনেরপোতার ভূমিদস্যু শওকত আলীর ড্রেজিং মেশিন জব্দ!
‘দৈনিক সাতক্ষীরা’ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিনেরপোতা এলাকার বেতনা নদী হতে ভূমিদস্যু শওকত আলীর ১টি বালি উঠানো ড্রেজিং মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মীর ইদ্রিস আলী, ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আজিজ হাসান সরেজমিনে যেয়ে মেশিনটি জব্দ করেন।
এসময় পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মীর ইদ্রিস আলী বলেন, নীয়মনীতির তোয়াক্কা না করে শওকত আলী ড্রেজিং মেশিনের মাধ্যমে নিজের ভাটায় মাটি ভরাট করছে এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও স্যার আমাদেরকে ওখানে পাঠিয়েছিলেন। আমরা ওখানে যেয়ে ঘটনার সত্যতা পায়। ওখান থেকে একটি ড্রেজিং মেশিন জব্দ করে অফিসে আনা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে শওকত আলী এলাকা হতে পালিয়ে যায়। তাকে খুঁজে পাওয়া যায়নি। ওখানে আরও একটি ড্রেজিং মেশিন আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে শনিবার ওটিও জব্দ করে নিয়ে আসা হবে এবং স্পট টেন্ডারের মাধ্যমে ওগুলো বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
সদরের খেজুর ডাঙ্গা গ্রামের তকুর সরদারের ছেলে ভূমিদস্যু শওকত আলী(৫৫)। বিএনপি ও জামায়াতের অর্থদাতা হলেও টাকার জোরে ক্ষমতাশীল দলের কিছু নেতার ছত্রছায়ায় থেকে তিনি লাবসা ইউনিয়নে একেরপর এক অপকর্ম করেই চলেছেন।
বিনেরপোতা ও খেজুরডাঙ্গা এলাকার একাধিক সরকারি জমি ও বেতনা নদী দখল করে বালি উত্তোলন, স্থাপনা নির্মাণ করছে এমন তথ্যের ভিত্তিতে দৈনিক সাতক্ষীরা অনলাইন পোর্টালে স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়।
এদিকে ভূমিদস্যু শওকত আলীর মেশিন জব্দ করে বালি উত্তোলন বন্ধ করে দেওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।