বিনেরপোতার ভূমিদস্যু শওকত আলী :পর্ব ৩:বেতনা দখল করে বালি উত্তোলন
এবার বেতনা নদী দখল করে ড্রেজিং মেশিন দিয়ে মাটি উঠাচ্ছে সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা গ্রামের মৃত তকুর সরদারের ছেলে ভূমিদস্যু শওকত আলী(৫৫)। বিএনপি ও জামায়াতের অর্থদাতা হলেও টাকার জোরে ক্ষমতাশীল দলের কিছু নেতার ছত্রছায়ায় থেকে তিনি লাবসা ইউনিয়নে একেরপর এক অপকর্ম করেই চলেছেন। এদিকে প্রতিনিয়ত সরকারী জমি দখল করলেও দেখেও না দেখার ভ্যান করছেন ভূমি অফিসের নায়েবসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। প্রতি মাসে মাসে শওকত আলীর কাছ থেকে বিশাল অংকের একটি মাসোয়ার পান লাবসা ইউনিয়ন ভ’মি অফিসের নায়েব ইদ্রিস আলী।
তবে বিনেরপোতা ও খেজুরডাঙ্গা এলাকার একাধিক সরকারি জমি ও বেতনা নদী দখল করে বালি উত্তোলন, স্থাপনা নির্মাণ করলেও এ ব্যাপারে কিছুই জানিনা জানিয়ে লাবসা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ইদ্রিস আলী বলেন, আমি শওকত আলী নামে কাউকে চিনি না। আর কেউ সরকারি জমি দখল করছেন এমন তথ্য আমার কাছে নেই।
এদিকে সরেজমিনে যেয়ে দেখা যায়, লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা এলাকায় বেতনা নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে মাটি তুলে পাইপের মাধ্যমে নিজের ভাটায় সরবরাহ করছেন শওকত আলী।
এ সময় স্থানীয়রা বলেন, শওকত আলী বেতনা নদী দখল করে ড্রেজিং মেশিন দিয়ে মাটি তুলে নিজের ভাটায় সরবরাহের কারনে নদীর পাড় ধ্বসে যাচ্ছে। ইতিমধ্যে ভঙ্গুর হয়ে গেছে নদী রক্ষা বাঁধ। আসন্ন বর্ষা মৌসুমে যে কোন সময় ওই নদী রক্ষা বাঁধ ভেঙে যেতে পারে। এখন আমরা খুবই আতঙ্কিত। আমরা বার বার নায়েবকে বলেছি কিন্তু তিনি আমাদের কথাই কোন করণপাত করন না। শুনেছি মাসে মাসে তিনি শওকত আলীর কাছ থেকে টাকা পান।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে যেয়ে মৌখিকভাবে তাকে নিষেধ করেছেন। এ ছাড়া বিষয়টি আমাদের নজরদারিতে আছে।