কুশলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা কুশলিয়া ইউনিয়নে বঙ্গুবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলে অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন সকাল ১০ টায় ভদ্রখালি স্টেডিয়াম ফুটবল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক কুশলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভদ্রখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় কুশলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে চ্যাম্পিয়ান ও ভদ্রখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় রানাচআপ হয়। একই দিনে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ভদ্রখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চ্যাম্পিয়ান ও কলিযোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় রানাসআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকিন। বিশেষ অতিথি ছিলেন ভদ্রখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আহম্মাদ আলী সরদার, বিশিষ্ট সমাজ সেবক সেলিম খান, ভদ্রখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদ্জ্জুামান বাবলু, খেলাটি সাার্বিক ভাবে পরিচালনা করে মোঃ আমিরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম।