কালিগঞ্জে ১০ টি সংগঠনের উদ্যোগে ইউএনওকে বিদায়ী সংবর্ধনার প্রস্তুতি সভা
কালিগঞ্জ উপজেলায় ১০ টি সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে কালিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে আহবায়ক, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুকে সদস্য সচিব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিনকে কোষাধ্যক্ষ করে সংবর্ধনা প্রস্তুতি কমিটি গ্রহন করা হয়েছে। সংবর্ধনা দিবেন সংগঠন গুলি হলো উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কালিগঞ্জ প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা, উপজেলা স্কাউটস, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমি, সোহরওয়ার্দ্দী পার্ক কমিটি, সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা বিভাগীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়নে শ্রেষ্ট্র উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানকে জুলাই মাসের প্রথম সপ্তাহে বিদায়ী সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি সরকারী প্রশিক্ষনে অষ্টলিয়ায় অবস্থান করছেন। তিনি ফিরে এসে কালিগঞ্জ থেকে খুলনায় অতিরিক্ত জেলা প্রষাশক হিসাবে যোগদান করবেন বলে জানাগেছে।